Description
‘অঋক বইওয়ালা’ আয়োজিত ২০২৪ আন্তর্জাতিক বাংলা গল্প প্রতিযোগিতা ‘চোখ বন্ধ করার আগে’-এর নির্বাচিত কাহিনিগুলো নিয়ে সংকলিত হল এই বই। আমরা বিশ্বাস করি, বড় নাম বা বাজার দর সাহিত্যের একমাত্র মাপকাঠি হতে পারে না। সেই বিশ্বাসের থেকেই এই প্রতিযোগিতার আয়োজন যেখানে আমরা টেকনিক্যাল কিছু ত্রুটি যুক্ত এবং কিছু একেবারেই অপরিণত লেখার মাঝেও পেয়েছি এমন কিছু আকর যার রত্নমূল্য নির্ধারণের জন্যে নিয়ে এসেছি পাঠকের দরবারে। গ্রন্থ তো সময়ের এক দলিল। পাঠকের গ্রহণযোগ্যতায় সে দলিল যদি সময়ের বিচারে মূল্যবান হয়ে ওঠে তবেই আমাদের এই প্রচেষ্টার সার্থকতা, সঙ্গে বাংলা সাহিত্য খুঁজে পাবে নতুন সময়ের কিছু মণিমুক্তো।