ঝাপটের ঢাল (JHAPATER DHAL) by সুবীর মণ্ডল (SUBIR MANDAL)

 200.00

দিনটি ছিল ৩০/০৩/১৭, বসে আছি নির্জন ষ্টেশন নাম তার ঝাপটের ঢাল। কর্ম জীবনে বিভিন্ন রেল ষ্টেশানে প্রায়শই এমনি দিন রাত কাটে। গতিময় জীবন, সভ্যতার গতি বজায় রাখাই কর্ম জীবন। ঝাপটের ঢাল কেমন যেন মোহ জড়ানো নাম। ষ্টেশনটি বড় হলেও জন বিরল। দিনে মাত্র দু’চারটি প্যাসেঞ্জার ট্রেন থামে। চারিদিকে প্রান্তর জুড়ে শুধু সবুজ মাঠ আর মুক্ত বাতাস। চলন্ত মাল গাড়ীতে ইনস্পেকশান করতে করতে পৌঁছলাম ঝাপটের ঢালে।

Description

দিনটি ছিল ৩০/০৩/১৭, বসে আছি নির্জন ষ্টেশন নাম তার ঝাপটের ঢাল। কর্ম জীবনে বিভিন্ন রেল ষ্টেশানে প্রায়শই এমনি দিন রাত কাটে। এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। এমন কর্ম জীবিকা। গতিময় জীবন, সভ্যতার গতি বজায় রাখাই কর্ম জীবন। ঝাপটের ঢাল কেমন যেন মোহ জড়ানো নাম। অনেকেই চেনেন। বর্ধমান সাহেব গঞ্জ লুপ লাইনের খানা জংশন আর বনপাস এর মধ্যবর্তী ষ্টেশন। ষ্টেশন টি বড় হলেও জন বিরল। দিনে মাত্র দু’চারটি প্যাসেঞ্জার ট্রেন থামে। বহু দুরে এক দুটি জন পদ মাঠের ভিতর। চারিদিকে প্রান্তর জুড়ে শুধু সবুজ মাঠ আর মুক্ত বাতাস।চলন্ত মাল গাড়ীতে ইনস্পেকশান করতে করতে পৌঁছলাম ঝাপটের ঢালে। সে এক সময় না কাটার অপেক্ষা, মোটামুটি তিন ঘন্টা। অগত্যা ষ্টেশানের প্লাটফর্মে বসে মুক্ত বায়ু সেবন আর প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য্য উপভোগ করছি আর বিভিন্ন ধরনের কর্ম পরিকল্পনা করছি। হঠাৎ কি খেয়াল হল, ভাবছি একটি কবিতা লিখলে মন্দ হয় না। যেমন ভাবা তেমনি কাজ। আমার হাতে জন্ম নিল ঝাপটের ঢাল কবিতা টি।সে দিন থেকে নিয়মিত লেখা শুরু। বিভিন্ন সামাজিক অবক্ষয় প্রেক্ষাপটে লেখা হয়েছে যে গুলি কবি মন কে নাড়া দেয়। সাম্প্রতিক বেদনা দায়ক ঘটনা যেমন জি ডি বিড়লা কান্ড, রাজস্থানে এক বাঙ্গালীর শ্রমিকের নৃশংস হত্যা, কিছু প্রেম, বিরহ, সামাজিক, ধর্মীয় অনুষ্টানের অনুভূতি, সর্বোপরি কর্মক্ষেত্রে চলার পথের বিভিন্ন ষ্টেশন কে নিয়ে লেখা কবিতা সংকলিত হয়েছে। প্রথম কবিতা লেখা এই পর্যায়ে শুরু হয়েছে ঝাপটের ঢাল দিয়ে। তারই প্রতীক হিসাবে “ঝাপটের ঢাল” নামকরণ করা হয়েছে।

সুবীর মণ্ডল, জন্ম ১৬.০৭.১৯৭৩. পেশায় রেল কর্মী, পূর্ব রেলের আসানসোল ডিভিশনে কর্মরত। পদ চিফ লোকো ইনস্পেক্টর। বাল্য কাল কেটেছে দমদম ক্যান্টনমেন্টে। উত্তর রবীন্দ্র নগর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছেন।দমদম বৈদ্যনাথ ইনস্টিটিউশান থেকে উচ্চ মাধ্যমিক তার পর রাম কৃষ্ণ মিশন শিল্পপীঠ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ করেছেন। সাহিত্য চর্চায় বরাবর শখ। এ পর্যায়ে সবই শখের কবিতা। সোস্যাল মিডিয়ায় নিয়মিত লেখালেখি করেন। সমাজ সচেতন। সমাজের সকল গ্লানি কবি মনকে ভাবায় তারই প্রকাশ পেয়েছে এই সংকলনে।

Additional information

Weight 0.19 kg
Dimensions 14 × 0.8 × 21.6 cm
package-binding-type

Perfect Binding

buy-at-flipkart

https://www.flipkart.com/jhapater-dhal/p/itmf2vgngvvp2g63

Number of Pages

148

Reviews

There are no reviews yet.

Be the first to review “ঝাপটের ঢাল (JHAPATER DHAL) by সুবীর মণ্ডল (SUBIR MANDAL)”

Specify Facebook App ID and Secret in Basic Configuration section at Heateor Login options page in admin panel for Facebook Login to work


Your email address will not be published. Required fields are marked *