Description
অন্ধকারের উপকথা’ অণুগল্পের সঙ্কলন।
অণুগল্প অল্পায়তনের গল্পোপম রচনা যার ভেতর রয়েছে পরিচিত ও অপরিচিত অভিজ্ঞতা কিংবা উপলব্ধির নির্যাস। অণুগল্প আসলে নিশব্দ কি বিস্ফোরক উন্মোচন যার সাথে গল্প যেখানে সমাপ্ত হয় সেখানে কি গল্পের সমস্ত শরীর জুড়ে ক্রমে ক্রমে আমাদের পরিচয় হতে থাকে। কখনও মনে হতে পারে যেন এক মাটির প্রদীপ গল্পের একেবারে অন্তিম চরণে এসে হঠাৎ করে জ্বলে উঠে বিস্ময়, আনন্দ অথবা বিষাদের জাদুতেই মন ভরিয়ে দিল। এখানে রহস্য শেষ অব্দি কখনও স্পষ্ট হবে হয়ত, হয়ত সম্পূর্ণভাবে স্পষ্ট হবেও না, হয়ত গল্প এক ধরা পড়বে অথবা সব মিলিয়ে সে অগল্পই এক, গল্প বলতে যেমন বোঝায় সেইরকমটি লাগবে না পড়ার পর।
ব্রতী মুখোপাধ্যায় এইসময়ের একজন অণুগল্পকার। তাঁর গল্পগুলি বিচিত্রগামী, যদিও তিনি প্রধানত তুচ্ছাতিতুচ্ছ জনমানুষের জীবনের কথা অত্যন্ত মমতার সঙ্গে উপস্থাপিত করতে চান। সামান্য মানুষ, হতাশ মানুষ, নিঃস্ব, অপমানিত ও গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে থাকা মানুষকে তিনি অণুগল্পের বিষয়-আশয় করেন, আর রাষ্ট্রের হৃদয়হীনতাও তুলে ধরেন আড়াল থেকে তীব্র ও তীক্ষ্ণভাবেই। মানুষের কামনাবাসনাজড়ানো ভালোবাসা আর না-ভালোবাসায়ও তিনি বিভিন্ন কোণ থেকে আলো ফেলার চেষ্টা করেন, আর তাদের মনোজগতের অন্ধকারগুচ্ছও দুহাত ভরে তুলে আনেন পরম নিষ্ঠায়।
“অন্ধকারের উপকথা” বাংলা অণুগল্প সাহিত্যে মূল্যবান সংযোজন বলেই গণ্য হবে।
Reviews
There are no reviews yet.