DALCHUT (দলছুট) by VASKAR CHAKRABORTY and SOUMITRA CHAKRAVARTY

 290.00

কবিতা শুধু শব্দ, অভিব্যাক্তি বা ছন্দে সীমিত নয়। যত্ন করে ছড়ানো ছেটানো অক্ষরগুলো দিয়ে ঘর-বাড়ি, এমনকি একটা গোটা শহর গড়ে ফেলা যায়, যার নিবিড় আশ্রয়ে দৈনন্দিন ঘাত- প্রতিঘাতের বাইরে নিজের সাথে দু দন্ড কথা বলা চলে। আবার কয়েকটা শব্দের আঘাতে এই সাজানো শহর এক মুহুর্তে ধুলোয় মিশে যেতে পারে। ‘দলছুট’ এই অনুভুতির নথিবদ্ধ উপহার । কবিতা, গান (লিরিক্স), কিছু ছবি  সবার ভিতরের ‘দলছুট’ কে উৎসর্গ করা হল ।

Description

কবিতা শুধু শব্দ, অভিব্যাক্তি বা ছন্দে সীমিত নয়। যত্ন করে ছড়ানো ছেটানো অক্ষরগুলো দিয়ে ঘর-বাড়ি, এমনকি একটা গোটা শহর গড়ে ফেলা যায়, যার নিবিড় আশ্রয়ে দৈনন্দিন ঘাত- প্রতিঘাতের বাইরে নিজের সাথে দু দন্ড কথা বলা চলে। আবার কয়েকটা শব্দের আঘাতে এই সাজানো শহর এক মুহুর্তে ধুলোয় মিশে যেতে পারে। এ এক অদ্ভুত জগত। শব্দগুলোর ভাঁজে- ভাঁজে, খাঁ-খাঁ সাদায় এক অমোঘ নির্জনতার সন্ধান মিলতে পারে, যা কোনো জাতি, ভাষা বা সময়ের আওতায় পড়েনা। কবিতার চিৎকারের নিজস্ব কোনো হিংসা নেই, শুধু আছে সব হিংসার ‘ক্যাথারসিস’। এই চিৎকার আমাদের নিজেদের অশান্ত দিকটাকে এক অদ্ভুত প্রাপ্তির আনন্দে উপলব্ধি করতে শেখায় । এই অনুভূতির আগে বা পরে কোনো বিশেষণ বসানো চলে না। তাই এ অনুভূতি সমস্ত দলাদলি, ভাগাভাগি বা সোশ্যাল মিডিয়ার ‘লাইক্সের’ বাইরে। ‘দলছুট’ এই অনুভুতির নথিবদ্ধ উপহার । কবিতা, গান (লিরিক্স), কিছু ছবি এবং দুটি ছোট গল্পের এই সংকলন সবার ভিতরের ‘দলছুট’ কে উৎসর্গ করা হল ।

ডাঃ ভাস্কর চক্রবর্তী– পেশায় Psychiatrist , কর্মসুত্রে মেলবোর্নে বসবাস। ভাস্করের অবসর সময় লেখালিখি, হারমোনিকা, ড্রামস ও তবলা নিয়ে কাটে। তার ইংরাজি কবিতার সংকলন ‘Pauses that Survived’ গত বছর প্রকাশিত হয়েছে । ‘দলছুট’ ভাস্কর ও তার বন্ধুদের সাপ্তাহিক আড্ডার ও আঁকড়ে ধরার শিকড়ের সংকলন। শিল্প ও সঙ্গীতের নেশায় ইঁদুর দৌড়ের থেকে দলছুট হতে পারলে, সমস্ত বিভেদভুলে সৃজনের চেতনায় ফের দলবদ্ধ হওয়া সম্ভব- এই বিশ্বাসই ‘দলছুটের’ প্রেরণা।

ডাঃ সৌমিত্র চক্রবর্তী– Associate Prof of Biochemistry , St. Kitts and Nevis. সৌমিত্র মনে প্রাণে আর্টিস্ট। পেন্টিং ও ফটোগ্রাফি তার শিল্পের রসদ। তার তিনটি আঁকা St. Kitts এর   ন্যাশানাল মিউসিয়ামে প্রদর্শিত হয়েছে। ভাস্কর ও সৌমিত্রের বন্ধুত্ব মেডিকাল কলেজের গণ্ডি পেরিয়ে, আঁকা ও লেখার সম্ভারে যে গভীর আশ্রয়ের সৃষ্টি করেছে, দলছুট তারই এক প্রতচ্ছবি মাত্র। সৌমিত্রের আঁকার নিদর্শন soumitra-art.com এ বিস্তারিত পাওয়া যাবে।