Description
“কবিতার মাঝে পেয়েছি তোমায়’’ কবি পুরুষোত্তম ভট্টাচার্য্যের এক বিশেষ কাব্যগ্রন্থ। এখানে মানবতাবাদী ও প্রেমের পূজারী কবি পুরুষোত্তম ভট্টাচার্য্যের, প্রেম ও বিরহ, নারীর সন্মান ও নারীশক্তি জাগরণ, সামাজিক অবক্ষয়, সমাজবাদ, সাম্যবাদ, ধর্ম ও অধ্যাত্ম ইত্যাদি নানান বিষয় নিয়ে রচিত কিছু হৃদয়স্পর্শী কবিতা দিয়ে সাজানো এক কবিতার ডালি। কবি পুরুষোত্তম ভট্টাচার্য্যের কবিতা ও তার উপস্থাপন, শব্দ-চয়ন, বিষয় ভাবনার বিন্ন্যাস ও স্টাইল সম্পূর্ণ অন্যরকম এবং অতি-আধুনিক এবং বাংলা সাহিত্যে এক নোতুন ধরনের ও নোতুন স্বাদের কবিতার সুচনা করেছে, যা আজকের ইন্টারনেট যুগের আধুনিক কবিতা প্রেমীদের মনকে অবশ্যই দোলা দিয়ে যাবে; বিশেষ করে কবির প্রেমের কবিতাগুলিতে যেমন, ‘কবিতার দান’, ‘ওগো কেমন আছো’, ‘ওগো জুন মাস’, ‘কাল ছিল তোমার জন্মদিন’ ইত্যাদিতে প্রেম ও বিরহ যেন এক নোতুন ভাবে, নোতুন রূপে ধরা দিয়েছে।
Reviews
There are no reviews yet.