Description
পথ চলতে চলতে পঞ্চাশ বসন্ত পার করে এলেম৷ জীবনে চলার পথে যা কিছু সঞ্চয় উজার করে দিলেম আমার ডালিতে৷ সেই ছোট্টবেলা থেকে কবিতার প্রতি ভালোবাসা৷ কবিতা পাঠ আমার এক নেশা৷ কলেজ জীবন থেকেই কবিতা লেখা শুরু৷ মানুষের বাঁচার লড়াই, দুঃখ দারিদ্রতার বিরূদ্ধে সংগ্রাম এক শ্রেনীর মানুষের শোষন, মাত্রাছাড়া অত্যাচার আমায় কষ্ট দিত৷ তাই হয়তো একদিন হাতে কলম তুলে ধরা৷ অধরা প্রকৃতি আমায় টানে, মিলন হয় প্রানে প্রানে৷ তাই হয়তো আমার কবিতায় প্রকৃতি ও প্রেমের প্রকাশ৷ “অজানীল” আমার একটা ফেসবুক পেজ৷ অজানীল এক বছর আগে ফেসবুকে আত্মপ্রকাশ করে এবং বহু মানুষের ভালোলাগা ও ভালোবাসার প্রেরনায় অজানীল এগিয়ে চলেছে অজানাকে জানার জন্যে৷ যেহেতু আমি আবৃত্তি করি তাই আমার লেখা প্রত্যেক কবিতাই আবৃত্তি যোগ্য৷ অজানীলে লেখা কবিতা নিয়ে আমার তৃতীয় কাব্যগ্রন্থ…… ‘যেখানে আকাশ নীল’ নামে প্রকাশিত হতে চলেছে৷ আশাকরি আমার এই কাব্যগ্রন্থটি ‘বিহারীলালা’ ও ‘আমি তোমাদেরই একজন’ কাব্যগ্রন্থের মতোই সমাদর পাবে৷
জীবনের বিচিত্র পথে মানুষের পথ চলা৷ আর জীবনের বিচিত্রতর অভিজ্ঞতার স্মৃতির ঝুলি ভরে পায়ে পায়ে হেটে যাওয়া কৈশোর থেকে বার্ধক্যের দিকে৷ এই পৃথিবীর জনারণ্যের মাঝে কিছু জিজ্ঞাসা জীবনের মানে খুঁজে বেড়ায় অক্ষরের শব্দমালায়৷
Reviews
There are no reviews yet.