Description
বাঙালি আর গোয়েন্দা গল্প এই দুটো শব্দ একে অপরের পরিপূরক। ইলিশ – চিংড়ি, মোহনবাগান – ইস্টবেঙ্গল এর পাশাপাশি কিন্তু তারা বিভক্ত ফেলুদা – ব্যোমকেশ নিয়ে। গোয়েন্দাদের এই লিস্টি কিন্তু এখানেই শেষ নয়- কাকাবাবু, কিকিরা, কিরীটি, গোয়েন্দা অর্জুন কিংবা স্কটল্যান্ডবাসী শার্লক হোমস, এরকুল পয়রো, ডুপিন বা ফাদার ব্রাউন – বাঙালির পাতে কিছুই কিন্তু বাদ পড়ে না।
এহেন বাঙালির কাছে তাদের মনমতো এযুগের নবীন গোয়েন্দা চরিত্রের আমদানি করা খুবই কষ্টসাধ্য। আর সেই কঠিন কাজটিই নিজেদের কাঁধে তুলে নিয়েছেন আমাদের লেখকবন্ধুরা। তাঁরা তাদের কল্পনার আদর্শ গোয়েন্দার চারিত্রিক বৈশিষ্টগুলিকে একত্র করে লেখনি ও কল্পনাশক্তির মিশেলে সৃষ্টি করেছেন এযুগের গোয়েন্দা চরিত্র – পলুদা, যে পাশের বাড়ির ছেলেটির মতোই ছাপোষা, সাধারন, অথচ ক্ষুরধার, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। সঙ্গে আছে তার যোগ্য সহচর, তীর্থ আর সম্পাতি। তবে এঁদের সঠিক পরিচয় জানা যাবে একমাত্র গল্পের মধ্যেই। গোটা বই জুড়ে রয়েছে দারুণ কিছু ধাঁধা, গুপ্তধন আর রহস্য। আর আছে মার-মার, কাট-কাট অ্যাকশন। তবে যাদের কথা না বললেই নয় তা হলো গল্পের ভিলেন। কারণ এরা না থাকলে আর পলুদার সার্থকতা কোথায়! প্রকাশক হিসাবে যথেষ্ট সাহস সঞ্চয় করে খানিক পরীক্ষামূলকভাবেই আমরা দুইটি খণ্ডে পলুদার কাণ্ডকারখানা আমজনতার কাছে রাখতে চলেছি। আমরা আশা রাখবো পলুদা সম্পূর্ণভাবেই আপনাদের সকল প্রত্যাশা পূর্ণ করতে পারবে।
Reviews
There are no reviews yet.