Description
প্রতিশ্রুতিশীল কবি, বিজ্ঞানের ছাত্র। হাস্যরসিক বলে সুপরিচিত। কবিতা ও সাহিত্য জগতে একেবারেই অপরিচিত। তবে সাংস্কৃতিক পরিবারে তাঁর বড় হওয়া। পিতা শ্রী রথীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গীত শিক্ষার প্রাঙ্গণ ‘মূর্ছণা সঙ্গীত বীথি’তে বহু গণ্যমাণ্য ব্যক্তিত্বের নিত্য যাতায়াত ছিল। মাতা শ্রীমতি জ্যোৎস্না মুখোপাধ্যায় বিদ্যালয় শিক্ষিকা হিসাবে সুপরিচিত।
ফলে, ছেলেবেলা থেকেই সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা। পরবর্তীকালে স্কুল ও কলেজ জীবনে অনেকের মতোই তিনিও কবিতা লিখতে শুরু করেন, তবে তা বহুবিধ কারণে অন্তরালে চলে যায়। কিন্তু মনের ঘরে কবিতার ভাবনাটি থেকেই যায় অগোচরে এবং পরবর্তীতে আবার নতুন রূপে আত্মপ্রকাশ ঘটে।তাঁর ভাবনার অধিকাংশ স্থান জুড়ে আছে তাঁর স্নেহের পুত্র ‘শ্রেয়ান’।
তাঁর নিজস্ব ফেসবুক পেজ ‘পজিটিভ থট’এ নূতন রূপে তিনি আবির্ভূত হন কবি পরিচয়ে। মাতা পিতা ও অগনিত শুভাকাঙ্খীর অনুপ্রেরণায় তাঁর ‘কবি’ পরিচয়ে পথ চলার শুরু।
তাঁর অন্যান্য পরিচিতি হল, তিনি দেহসৌষ্ঠবের জগতেও সুপরিচিত, বহু প্রতিযোগীতায় তিনি গৌরবোজ্জ্বল স্থানলাভ করেন। স্বর্গীয় মনোহর আইচ মহাশয় ও কমল ভান্ডারী মহাশয়ের স্নেহধন্য।
এছাড়া সমাজসেবী, পশু ও প্রকৃতিপ্রেমী হিসাবেও তিনি সুপরিচিত।
Reviews
There are no reviews yet.