Description
অরণ্য প্রকৃতির অনুপম ঐশ্বর্যে অতুলনীয়া ‘ডুয়ার্স’। কোথাও প্রকৃতির অঙ্গনে বোধের পালা, হিমেল হাওয়া, পাহাড়ের সৌন্দর্য, মূর্তি নদীর কলতান; আবার কোথাও বনে বনে রঙ বেরঙের পুষ্পশয্যার থালি, বাইসন-হরিণ-হাতির পালের সাথে হঠাৎ সাক্ষাৎ সম্ভাবনা। ‘ডুয়ার্স- প্রকৃতির সৌন্দর্য নিকেতন’ গ্রন্থটিতে দশটি পর্বের মধ্য দিয়ে চিত্র সহকারে পর্বত-অরন্য-নদী বেষ্টিত প্রকৃতির সেই অফুরন্ত প্রান ঐশ্বর্যই ব্যক্ত করা হয়েছে।
‘ডুয়ার্স’—সৌন্দর্যের রানী; একদিকে অরণ্য প্রকৃতির হাতছানি, ঘোরের আবেশে পশুদের বিচরন; অন্যদিকে পাহাড়ের কোলে বিন্দুর সৌন্দর্য, সবুজে মোড়া চা বাগান, নদী ঝর্ণার কলরোল—এ সকল অপূর্ব রূপ লাবন্যই চিত্র সহকারে ফুটে উঠেছে সেমন্তী ঘোষের লেখার মধ্য দিয়ে। লেখিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গ ভাষা ও সাহিত্য বিভাগ’ থেকে এম. এ এবং ডিস্ট্যান্সে এম. ফিল, বর্তমানে ইনফরমেশন এন্ড টেকনোলজি সেন্টারে অতিথি অধ্যাপিকা, প্রজেক্ট আ্যসিস্টেন্ট।
সহ লেখক হিসেবে আরন্যক পরিবেশে কালিপুর লজ, মোষের পিঠে মেদলাতে সাফারি, ন্যাওড়া ভ্যালীর গহীন বনে পাখিদের কলকাকলির কথা লিখেছেন পৃথ্বীশ ভদ্র। তিনি প্রথম জীবনে ম্যানেজমেন্ট পড়ে ২০০৪এ নিজস্ব ট্যুর কোম্পানী গড়ে তুলেছেন। কর্মসূত্রে প্রকৃতির প্রতি ভাললাগা, ভালবাসা থেকে দু’জনেই বারংবার ফিরে গেছেন প্রকূতির কাছে। সেই নয়নমনোহর, মনোমুগ্ধকর রূপেরই বহিঃপ্রকাশ ঘটেছে ‘ডুয়ার্স প্রকৃতির সৌন্দর্য নিকেতন’ এই গ্রন্থের মধ্য দিয়ে।
Reviews
There are no reviews yet.