Description
‘মরণের ওপারে ভালোবাসার গান’ বা ‘মরণরে তুহু মম শ্যাম সমান’ একাকার হয়ে গেছে কাব্য গ্রন্থের মধ্যে। উদাস ১৩৭৬ সাল থেকে, প্রায় অর্ধ শতাব্দী ধরে কবিতার মাধ্যমে প্রকাশ করে চলেছে তার যন্ত্রণা, তার ব্যথা, তার কষ্ট এবং সর্বোপরি তার ভালোবাসার কথা। মৌলিনা, সমগ্র নারীদের মধ্যে একমাত্র নারী যার সাথে সময় কেটেছে সময়ের পর সময়, আরও সময়, যুগের পর যুগ। তারপর তার চেতনার মধ্য দিয়ে উপলব্ধি করেছে সে রাধিকাকে। রাধিকা, যার কাছে প্রেম তুচ্ছ, সে তার প্রেম অপ্রেম সব রাধিকার পায়ে সঁপে দিয়েছে, আর নিজেকে করে তুলেছে এক স্রোতস্বিনী বেগবান মহাসমুদ্র। আজ হাজার বার করে মৃত্যুভয় দেখিয়েও রাধিকাকে কাছে পায়নি বলে, সেই যন্ত্রণা, সেই অপাপবিদ্ধ জীবন একটু একটু করে মিলিয়ে দিয়েছে তার জীবন উপলব্ধির পায়ে। সে পেয়ে গেছে অক্লান্ত পরিশ্রমে শ্রীকৃষ্ণ ও রাধিকার ভালবাসার সেই অমৃত, যে অমৃত তাকে পৌঁছে দিয়েছে একান্ত ভাবে মৃত্যুর কিনারে। মৃত্যু, ‘মরণরে তুহু মম শ্যাম সমান’ বা ‘মরণের ওপারে ভালোবাসার গান’ উদাসকে করে তুলেছে আরও দৃপ্ত, তৃপ্ত। হে মোর কবিতা… তুমি মুগ্ধ করো যৌবনকে, হে মোর মৌলিনা… তুমি মুগ্ধ করো জীবনকে, হে রাধিকা শুধু তুমি মুগ্ধ করো মৃত্যুকে…… মরণকে… মরণ… মরণ… বেঁচে থাকার এক স্বপ্ন কথন….
Reviews
There are no reviews yet.