Description
আমি, প্রদীপ কিরণ নাথ, জন্ম ১৯৪৭। আমার ছোটবেলা হাওড়াতে কেটেছে। বড় হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক হয়েছি। আমার কর্মজীবনের প্রায় চল্লিশ বৎসর “ইন্ডিয়ান অর্ডন্যান্স ফ্যাক্টরি”-তে ভারতের বিভিন্ন জায়গায় কেটেছে।
কবিতা লেখার অভ্যাস ছোটবেলা থেকেই। পাড়ার দেয়াল পত্রিকায় হাতে খড়ি। কলেজে পড়তেও কবিতা লিখতাম। বন্ধুরা কিছু কিছু শুনতো। কলেজের বিদায় সম্বর্ধনা সভায় স্বরচিত কবিতা পাঠ করেছিলাম। বাংলার অধ্যাপকের আমার কবিতা ভাল লেগেছিল। চাকরিস্থলে পরিচিত সাহকর্মীরা কেউ কেউ আমার কবিতা নিয়ে তাদের পাড়ার পত্রিকায় ছাপিয়েছে। আমি নিজে থেকে কলকাতার পত্রিকায় ছাপানোর জন্য তেমন চেষ্টা করিনি।
অন্য অনেক কবির কবিতা ভালো লাগতো। বিশেষ করে রবিঠাকুর, জীবনানন্দ, মাইকেল, সত্যেন্দ্রনাথ, বিষ্ণু দে, আরো অনেকে। কখনো কখনো পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানেও কবিতা আবৃতি করেছি।
চাকরি সূত্রে ইছাপুর, নাগপুর, জব্বলপুর এবং অম্বরনাথে থেকেছি। সেখানকার দুর্গাপূজায় প্রকাশিত পত্রিকায় প্রতি বছর কবিতা দিতাম। নাগপুর বাঙালি সংঘের পত্রিকাতেও কবিতা ছাপা হয়েছে।
বিভিন্ন সময়ের মানসিক পরিস্থিতিতে মনে যে ভাব এসেছে – তখনকার অবস্থার পরিপ্রেক্ষিতে, অথবা কাগজে প্রকাশিত খবরে মানসিক সংঘাতে কবিতাগুলো লেখা হয়েছে। কোন কোন কবিতা আগে পরে লিখেছি। কোনটা বা তাৎক্ষণিক লেখা – কবিতার চাহিদায় অথবা মনের তাৎক্ষণিক ভাবে। নিজের লেখা বাংলা কবিতা সম্ভব মত নিজেই ইংরেজীতে অনুবাদ করেছি। বন্ধু বান্ধব যারা শুনেছে তারা অনেকেই প্রশংসা করে বলেছে একটা কবিতার বই হিসাবে প্রকাশ করতে। বিভিন্ন সময়ে অফিসের কাজে বিদেশে ব্যস্ততার জন্য এবং বাংলায় ছাপাবার সুযোগ না থাকাতে সময় মত ব্যবস্থা হয়নি। আমার কন্যা শ্রীমতি শবরী তার অফিসের ও সংসারের শত ব্যস্ততার মধ্যে অনলস প্রচেষ্টায় কবিতাগুলো একটা বই হিসাবে প্রকাশের ব্যবস্থা করেছে। এ ব্যাপারে তাকে আশীর্বাদ করি। তার প্রচেষ্টা সার্থক হোক। আর পাঠকেরা পড়ে আনন্দ পাক। কিছু ভুল ক্রটি হয়ে থাকলে পাঠকের কাছে করজোড়ে ক্ষমা চাইছি। সেগুলো সম্ভব হলে পরে সংশোধন করা হবে।
আশা করি আমার এই প্রথম কবিতার বই “আলপনা”-য় সংকলিত প্রায় তিনশো কবিতা পাঠকের মনোরঞ্জনে সমর্থ হবে। এছাড়া অন্য ডাইরিতেও আছে আরো অনেক লেখা। সম্ভব হলে পরে তা’ও প্রকাশ হবে। আশা করি পাঠকের ভাল লাগবে।
Reviews
There are no reviews yet.