Description
ঘনাদার পঁচাত্তর! সে আবার কী! তেমন আবার হয় নাকি! ঘনাদার গল্পের রাঘববোয়াল থেকে চুনোপুঁটি সকল ভক্তদের জানা মানবসভ্যতার এমন-কোনো ঘটনা নেই যা তিনি জানেন না। মানবসভ্যতার প্রায় সমবয়সি যিনি, তাঁর আবার পঁচাত্তর-একশো কী! আসলে ২০২০ সালে যখন এই সংকলনটির বৈদ্যুতিন সংস্করণ (e-book) প্রকাশিত হয়, সেই বছরটিতেই ঘনাদা-কাহিনির প্রথম প্রকাশের তথা ঘনাদা চরিত্রটির সঙ্গে পাঠকের পরিচয়ের ৭৫ বছর পূর্ণ হয়। আজ থেকে ঠিক পৌনে-একশো বছর আগে এহেন এক আশ্চর্য চরিত্রকে পেয়েছিল বাংলা শিশু-কিশোর সাহিত্য। সারা পৃথিবী জুড়ে তাঁর দুনিয়াদারি। ইতিহাসের নানা বিচিত্র ঘটনাকে নতুন-নতুন আঙ্গিকে চিনিয়ে দিতে তিনি অদ্বিতীয়। বিজ্ঞানের চেনা আর আধো-চেনা তথ্য আর সত্যকে নতুন চোখে দেখেন ঘনাদা। তিনি এক অবিস্মরণীয় আড্ডাধারী। বহুমাত্রিক বলেই এসবের বিশ্লেষণেও নানা মুনির নানা মত। এহেন একটি কাল্ট ফিগারকে নানা চোখে ফিরে দেখতে চেয়েই এই সংকলন।
বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র ১৯৪৫ সাল থেকে শুরু করে ১৯৮৭ সাল পর্যন্ত নিয়মিত ঘনাদার কাহিনি লিখে গিয়েছেন। এই ভালোবাসার চিহ্ন ধারণ করেই ঘনাদা ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত হল ঘনাদা@৭৫: ঘনাদার প্ল্যাটিনাম অভিযান নামক এই সংকলনটি। এই সংকলনে আছে ঘনাদা-কাহিনির টীকাকরণ। আছে ঘনাদাকে নিয়ে এর আগে বাংলার লেখক ও পাঠকেরা কী ভেবেছিলেন, আদি ঘনাদা ক্লাবের কর্মকাণ্ডই বা কীরকম ছিল, তার কিছু নিদর্শন, আর ঘনাদা সম্পর্কে স্রষ্টা প্রেমেন্দ্র মিত্রের ভাবনাসূত্র।
ঘনাদার স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র (১৯০৪–১৯৮৮) ছিলেন বাংলা ভাষার একজন কবি, লেখক, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র-পরিচালক। বাংলা ভাষায় বাঙালিকে নতুন আঙ্গিকের কল্পবিজ্ঞান-কাহিনির স্বাদ আস্বাদন করিয়েছিলেন তিনিই। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অগাধ অবদানের জন্য শিশু সাহিত্য পরিষদ ১৯৫৪ সালে তাঁকে শরৎ-স্মৃতি পুরস্কার প্রদান করেন। এ ছাড়া তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৫৭), আনন্দ পুরস্কার (১৯৭৩), নেহরু পুরস্কার (১৯৭৬) ও ভুবনেশ্বরী স্বর্ণপদক (১৯৮৫)-সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন।
Reviews
There are no reviews yet.